ক্যাম্পের সামনে থেকে আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুট

নরসিংদীতে টহল দেওয়ার সময় দুই আনসার সদস্যের কাছ থেকে দুটি শটগান এবং ১০ রাউন্ড গুলি লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার বড়বাজার এলাকা বণিক সমিতি আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ জানান, রাত আড়াইটার দিকে বড়বাজার এলাকায় চার আনসার সদস্য ক্যাম্পের সামনে টহল দিচ্ছিলেন। সে সময় পেছন থেকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে পেছন থেকে তাদের আক্রমণ করে। হঠাৎ আক্রমণে দুই আনসার সদস্য দৌড়ে সরে যান। অপর দুই আনসার সদস্যকে দড়ি দিয়ে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, শটগান এবং গুলি লুটের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।

নরসিংদী জেলা পুলিশ, সিআইডি এবং পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।