দিনাজপুরের এক পৌরসভা ও ২ ইউনিয়নে ভোট চলছে

দিনাজপুরের একটি পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে জেলার বিরল পৌরসভা নির্বাচনে ভোট শুরু হয়েছে। এ ছাড়াও এই উপজেলার রামপুর ইউনিয়ন ও পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিরল পৌরসভা নির্বাচন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সবুজার সিদ্দিকী সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভায় ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৯ হাজার ৯৭৮ জন। যার মধ্যে পুরুষ ৪ হাজার ৯৩০ জন এবং নারী ৫ হাজার ৪৫ জন।

এ ছাড়া রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দুই জন এবং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন রয়েছে।