X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২
আদালতের রায়

এক ভোটে হেরে তিন বছর পর ৩ ভোটে বিজয়ী

জয়পুরহাট প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ২২:৫২আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২২:৫২

একে একে পাঁচবার ভোট গণনার পর ইউপি সদস্য (মেম্বার) পদে পরাজিত হয়েছিলেন আব্দুস সবুর (পিন্টু)। এরপরেও ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে জয়পুরহাট নির্বাচনি ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছিলেন। তিন বছর পর ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সবুরকে তিন ভোটে জয়ী ঘোষণা করে রায় দিয়েছেন।

১৫ অক্টোবর এ রায় ঘোষণা করা হয়। তবে আজ মঙ্গলবার ঘটনাটি জানাজানি হয়। ২০২১ সালের ১১ নভেম্বর জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদে আব্দুস সবুর (তালা) ও মারুফ হাসান (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা মারুফ হাসানকে জয়ী ঘোষণা করেন। এ নিয়ে প্রতিপক্ষ আব্দুস সবুর আপত্তি তোলেন।

আদালতের রায়ে নবনির্বাচিত আব্দুস সবুর জানান, ২০২১ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু পাঁচবার গণনার পরও তাকে এক ভোটে পরাজিত দেখানো হয়েছিল। তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আদালতের রায়কে আমলে নিয়ে নতুন গেজেটে ইউপি সদস্য হিসেবে তার নাম ঘোষণার দাবি জানিয়েছেন।

বর্তমান ইউপি সদস্য মারুফ হাসান বলেন, ‘আমি আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবো। ২০২১ সালের নির্বাচনে ভোট গণনার সময় ভোটসংশ্লিষ্ট সব কর্মকর্তা উপস্থিত থেকে ভোট গণনা করে আমাকে এক ভোটে জয়ী ঘোষণা করেছিলেন। আমি প্রায় তিন বছর ধরে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম মোবাইল ফোনে বলেন, ২০২১ সালে তিলকপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী আব্দুস সবুর আদালতে মামলা করেছিলেন। আদালতে ভোট পুনর্গণনার পরাজিত আব্দুস সবুর তিন ভোট বেশি পেয়েছেন। আদালতের রায়ের বিষয়ে একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এখন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

উল্লেখ্য, পাঁচবার ভোট গণনার পর মাত্র এক ভোটে ফুটবল প্রতীকের প্রার্থী মারুফ হাসানকে জয়ী ঘোষণা করা হয়। পরাজিত প্রার্থী আব্দুস সবুর তখন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে তাকে পরাজিত করার অভিযোগ তুলেছিলেন। ওই বছরের ১৫ ডিসেম্বর আব্দুস সবুর নির্বাচনি ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। আদালতের পুনর্গণনায় তালা প্রতীকের আব্দুস সবুর ১ হাজার ১১৪ ভোট এবং ফুটবল প্রতীকের মারুফ হাসান পেয়েছেন ১ হাজার ১১১ ভোট।

/কেএইচটি/
সম্পর্কিত
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
জবি শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিক কারাগারে
সর্বশেষ খবর
নোয়াখালীতে নতুন ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ
নোয়াখালীতে নতুন ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ
সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর-মারপিটের ঘটনায় মামলা
সাতক্ষীরা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর-মারপিটের ঘটনায় মামলা
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি ভবন নির্মাণ, ঢাকায় বসে তদারকি, ব্যয় নিয়ে লুকোচুরি
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!