ভোটকক্ষের সামনে পুলিশ কর্মকর্তা কী বলছেন

কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে। নাঙ্গলকোটের বটতলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকক্ষের সামনে চিৎকার করে একজন পুলিশ কর্মকর্তা ভোটারদের কিছু একটা বলছেন।

কাছে গিয়ে শোনা যায় ওই পুলিশ কর্মকর্তা বলছিলেন, ‘ভোট কক্ষে ঢুকে ভোটার নম্বর দেবেন। এরপর গোপন কক্ষে গিয়ে ইভিএমের সামনে দাঁড়াবেন। আগে কাগজে যেভাবে সিল মারতেন এখনও যে প্রার্থীকে ভোট দেবেন ওই প্রার্থীর প্রতীকের পাশের সাদা বোতামে চাপ দেবেন। ওই বোতাম সাদা। এরপর চাপ দেবেন সবুজ বোতামে। এভাবে তিন মেশিনে চাপ দেবেন।’

জানা গেছে, ওই পুলিশ কর্মকর্তা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে আছেন। তার নাম বশির আহমেদ। তিনি বলেন, ‘ইভিএম নতুন পদ্ধতি। গ্রামের মানুষ তেমন বোঝেন না। তাই তাদের এই পদ্ধতির নমুনা ভোট দেখাচ্ছি। প্রিসাইডিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি অনুমতি দিয়েছেন।’

কেন্দ্রের ভোটার মফিজা খাতুন বলেন, ‘জীবনে প্রথম মেশিনে ভোট দিছি। স্যারে যেমনে দেখাই দিছে তেমনেই ভোট দিছি।’

এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, ‘মানুষ বোঝেন না। তাই দেরি হয়। এই কাজটি ভালো হয়েছে। নমুনা ভোট দেখানোর কারণে আমাদেরও সুবিধা।’

এই কেন্দ্রের ভোটার এক হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ৯৪২ জন, নারী ৮৫৮ জন।