দুটি আসনেই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে ২২ প্রার্থীর মধ্যে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে ছয় জন এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে পাঁচ জন রয়েছেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ১০ জন স্বতন্ত্র এবং একজন বাংলাদেশ কংগ্রেসের।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা এক শতাংশ ভোটারের তালিকা সঠিক না থাকা, ঋণখেলাপিসহ নানা অসঙ্গতি থাকায় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক সাইফুল ইসলাম রবিবার দুপুরে নিজ কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

বগুড়া-৬ (সদর) আসনের যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা হলেন– আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান আকন্দ, সাবেক বিএনপি নেতা সরকার বাদল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, রাকিব হাসান ও বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা বাতিল হয়েছে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, সাবেক বিএনপি নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, গোলাম মোস্তফা, আলহাজ ইলিয়াস আলী ও আবদুর রশিদ।

এদিকে প্রার্থিতা বাতিল হওয়া ১১ জনের মধ্যে হিরো আলম, আবদুল মান্নান আকন্দ, রাকিব হাসানসহ নয় জন আপিল করবেন বলে জানিয়েছেন। অপর দুজন সৈয়দ কবির আহমেদ মিঠু ও বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান যাচাই-বাছাইকালে অনুপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা সার্টিফায়েড কপি সংগ্রহের পর ৯-১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। মোট ভোটারের এক শতাংশের সই না থাকায় নয় জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া ঋণখেলাপের কারণে সৈয়দ কবির আহমেদ মিঠু এবং মনোয়নপত্রে সই না থাকা ও হলফনামা জমা না দেওয়ায় মনসুর রহমানের মনোনয়ন বাতিল হয়েছে।