বিশেষ ট্রেনে বিভাগীয় সমাবেশে আসছেন নেতাকর্মীরা

আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে যোগ দিতে বিশেষ ট্রেনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসছেন।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে যাত্রা করেন জেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা শহরের রেলওয়ে স্টেশন থেকে জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খাবার প্যাকেট নিয়ে যাত্রা শুরু করেন। তবে আক্কেলপুর স্টেশনে ট্রেনটি ১৫ মিনিট যাত্রাবিরতি করে পুনরায় যাত্রা শুরু করেছে।

জয়পুরহাটে রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নেতৃত্বে রাজশাহী যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেন ৩ লাখ ৫৬ হাজার ৮৪ টাকায় তারা ভাড়া করেছেন। নয়টি বগির সবগুলো আসনের ভাড়া দিয়েই ট্রেন নিয়েছেন।’ এতে জয়পুরহাট-ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা ট্রেনের শিডিউলে কোনও সমস্যা হবে না বলে জানান তিনি।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল বলেন, ‘আজ রাজশাহী বিভাগীয় সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে এ জেলার ৩২টি ইউনিয়ন থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে বাস, মিনিবাস, প্রাইভেটকার এবং একটি ট্রেন ভাড়া করে সমাবেশে রওনা হয়েছি।’