খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি লিভানা পারভিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা শাখা পূর্ব বানিয়াখামার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানান, মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ মে) দুপুর সোয়া ১টার দিকে খুলনা মহানগরীর খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকা থেকে লিভানা পারভিনকে (৬০) গ্রেফতার করে। তিনি ৪৮ বিকে মেইন রোডের বাসিন্দা আব্দুর জলিলের স্ত্রী।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লিভানা পারভিন খুলনা সদর থানার এক মামলার সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।