চসিকের প্রকল্প কর্মকর্তাকে মারধর, আরও এক ঠিকাদার গ্রেফতার

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর তার কক্ষে হামলার ঘটনায় প্রধান আসামি সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে নগরের খুলশী থানাধীন পশ্চিম বাঘঘোনা এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

চসিকের প্রকল্প কর্মকর্তা গোলাম ইয়াজদানী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী। গত বছরের ১৪ আগস্ট তাকে চসিকের আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্পের পরিচালক পদে নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ।

গ্রেফতার সাহাব উদ্দিন চসিকের ঠিকাদারি প্রতিষ্ঠান এস জে ট্রেডার্সের মালিক।

সিএমপির ডিবি (উত্তর) বিভাগের এডিসি সোনাহর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব জানিয়েছেন, ঘটনার পর গ্রেফতার এড়াতে তিনি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত পাঁচ ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৯ জানুয়ারি চসিকের নির্বাহী প্রকৌশলী ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা গোলাম ইয়াজদানীর ওপর তার কক্ষে কিছু ঠিকাদার হামলা চালায়। এ ঘটনায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে ওইদিন রাতে মামলা দায়ের করেন। মামলায় চসিকের তালিকাভুক্ত ১০ জন ঠিকাদারকে নাম উল্লেকসহ অজ্ঞাত আরও পাঁচ জনকে আসামি করা হয়। তারা হলেন– চসিকের ঠিকাদারি প্রতিষ্ঠান এস জে ট্রেডার্সের সাহাব উদ্দিন, শাহ আমানত ট্রেডার্সের কংকন, মাসুদ এন্টারপ্রাইজের মো. ফেরদৌস, শাহ আমানত ট্রেডার্সের সুভাষ, মেসার্স খান করপোরেশনের হাবিব উল্লাহ খান, মেসার্স নাজিম অ্যান্ড ব্রাদার্সের নাজিম, মেসার্স রাকিব এন্টারপ্রাইজের ফিরোজ, ইফতেখার অ্যান্ড ব্রাদার্সের ইউসুফ, জ্যোতি এন্টারপ্রাইজের আশীষ বাবু এবং অজ্ঞাত পরিচয়ের ফরহাদ।

মামলাটি প্রথমে তদন্ত করে খুলশী থানা পুলিশ। পরে এ মামলা নগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। বর্তমানে গোয়েন্দা পুলিশ এ মামলার তদন্ত করছে।