কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে প্রযুক্তি খাত: পলক

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে প্রযুক্তিনির্ভর, মেধাবী ও উন্নত দেশ গড়তে কাজ করে যাচ্ছে সরকার। আজকের তারুণ্যের অফুরান মেধাশক্তিকে কাজে লাগিয়ে তাদের প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে পরিণত করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, সাইবার সিকিউরিটি এবং মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করছে দেশের প্রযুক্তি খাত।’

শনিবার নাটোরের সিংড়া উপজেলার গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে দিনব্যাপী আইসিটি চাকরি উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় পলক আরও বলেন, ‘গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এখন শহর আর গ্রামের মধ্যে কোনও ব্যবধান নেই। বিদ্যুৎ, যোগাযোগ আর দ্রুতগতির ইন্টারনেট সংযোগে গ্রামগুলোতে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রামে বসেই ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হার পাওয়ার প্রকল্পের আওতায় ২৫ হাজার নারী উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ২০ হাজার টাকা করে কর্ম-সহায়ক অনুদান প্রদান করা হবে।’

এর আগে সকালে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন।

এই উৎসবে সিংড়া উপজেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৬১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের চাকরিপ্রার্থী হিসেবে এবং দেশের ২৮টি স্বনামধন্য প্রতিষ্ঠান চাকরিদাতা হিসেবে অংশ নেন। এর মধ্যে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত এক হাজার ৩০০ জনের মধ্যে ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়।

উৎসবে চাকরি সহায়ক তথ্য-প্রযুক্তি ভিত্তিক পাঁচটি সেশনে দেশের উদ্যোক্তারা তাদের কার্যক্রম এবং সফলতার গল্প শোনান।