সেতুর পিলারে ধাক্কা দিয়ে নৌকা ডুবে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় নৌকা ডুবে রাত্রি চৌধুরী(১৭) ও মোহাম্মদ উল্লাহ (২২) নামে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সিতারামপুরে তিতাস নদীতে এই ঘটনা ঘটে।

রাত্রি চৌধুরী নবীনগর উপজেলার বড়াইল গ্রামের প্রহ্লাদ চৌধুরীর মেয়ে এবং মোহাম্মদ উল্লাহ নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের ওমর ফারুকের ছেলে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, নবীনগর থেকে একটি যাত্রীবাহী নৌকা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জারচরে যাচ্ছিল। পথে সিতারামপুরের তিতাস নদীতে নির্মাণাধীন একটি সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা যাত্রীরা নদীতে তলিয়ে যান।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় নৌকাটিতে তল্লাশি চালিয়ে দুই যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আর কেউ নিখোঁজ আছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে।

দুর্ঘটনাকবলিত নৌকাটি তীরে আনা হয়েছে। তবে ঘটনার পরপরই নৌকার মাঝি ও তার সহযোগী পলাতক রয়েছেন।