শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

কুষ্টিয়ায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলায় মিনট আলী নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার ইলিয়াস খান।

এর আগে শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের বজলুর মোড় এলাকা থেকে আসামি মিটনকে গ্রেফতার করা হয়। সে কুমারখালী উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের রওশন আলীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার ইলিয়াস খান জানান, গত ২১ মার্চ সন্ধ্যায় নৈশপ্রহরী মো. মিটন আলী বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে মিটন শিশুটিকে মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া এলাকায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।