মিষ্টির দোকানে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করায় নাটোরে সাত মিষ্টির দোকানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার নাটোর র‌্যাব অফিস এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয় যৌথভাবে এই অভিযান চালায়।

জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযাননাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর শহরের উত্তর চৌকিরপাড়, স্টেশন বাজার, নীচাবাজার ও লাল বাজার এলাকায় শনিবার এই অভিযান চালানো হয়। এ সময় শহরের  উত্তর চৌকিরপাড় এলাকার শিলা মিষ্টিবাড়িকে ৪০ হাজার টাকা, মৌচাক মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা, নীচা বাজারের নবরূপ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, স্টেশন বাজারের মডার্ন মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা, লাল বাজার এলাকার জয়কালী মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা এবং জয়কালী বাড়ী দ্বারিক ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।