সৌদিতে সড়ক দুর্ঘটনা

ঈদে বাড়ি ফেরার কথা ছিল সবুজের 

ঈদের আগে দেশে আসার কথা ছিল সবুজ হোসাইনের (৩০)। দেশে ফেরার আগে ওমরাহ হজ করতে মক্কায় যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে উঠেন তিনি। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় বাসটি সৌদি আরবের আসির প্রদেশে পৌঁছালে সেতুর সঙ্গে সংঘর্ষে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে বাসটিতে আগুন ধরে যায়। এতে নিহত হন সবুজ। 

সবুজ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের মো. হারুন ডালির ছেলে। সবুজের মৃত্যুর খবরে বাড়িতে মাতম চলছে।

সবুজের বাবা হারুন বলেন, ‘লাশ দেশে নিয়ে আসার বিষয়ে সৌদি আরবে থাকা বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দূতাবাসের সহায়তা ও পরামর্শক্রমে লাশ দেশে আনা হবে নাকি ওই দেশে দাফন করা হবে। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নিহত সবুজের মা বলেন, ‘দ্রুততম সময়ে সরকারি খরচে আমার ছেলের লাশটি গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই দাবি জানাই।’

চরমোহনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিক পাঠান বলেন, ‘সবুজের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’