চট্টগ্রাম-৮ আসনের তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এর আগে নির্বাচনে লড়তে ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থিতা বাতিল হওয়া তিন জন হলেন– ন্যাশনাল পিপলস পার্টির (ন্যাশ) কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ রমজান আলী।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নিয়ম অনুযায়ী নির্বাচনি এলাকার মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। এ ক্ষেত্রে দুই স্বতন্ত্র প্রার্থী তা জমা দেননি। এ ছাড়া ঋণ খেলাপের অভিযোগে অপর প্রার্থী কামাল পাশার প্রার্থিতা বাতিল করা হয়। বাকি তিন জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শাহাব উদ্দিন মো. আব্দুস সামাদ।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল এই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৬ এপ্রিল। আসনটিতে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ এবং নারী দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন।

২০১৯ সালের ৭ নভেম্বর ওই আসনের সংসদ সদস্য জাসদ নেতা মইন উদ্দিন খান বাদল ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোছলেম উদ্দিন আহমদ। এরপর আবারও আসনটি শূন্য ঘোষণা করে ইসি।