নির্মাণাধীন ভবনে রড ওঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে কারখানার ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২-এ এই ঘটনা ঘটে। কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) আরিফুল ইসলাম বিষিয়টি নিশ্চিত করেছেন।

মৃত শ্রমিকরা হলেন– নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)। তারা ঠিকাদারের অধীনে দৈনিক মজুরিভিত্তিতে ওই কারখানায় নির্মাণশ্রমিকের কাজ করছিলেন। ঘটনার পর থেকে ঠিকাদার ইব্রাহিম খান পলাতক রয়েছে।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান বলেন, ‘আরমাদা স্পিনিং কারখানায় সকাল ৮টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আমার সকাল ৯টা ১০ মিনিটে খবর পেয়ে ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। কারখানায় প্রবেশে করে দেখতে পাই ওই কারখানার পশ্চিম পাশের তিন তলা ভবন নির্মাণের কাজ চলছে। দৈনিক হাজিরা ভিত্তিতে তিন নির্মাণশ্রমিক কাজ করছিলেন। তারা রড উপরে ওঠানোর সময় পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়। আমরা তাদের লাশ বালির নিচে চাপা দেওয়া অবস্থায় দেখতে পাই এবং উদ্ধার করি। তাদের শরীর একটু ঝলসানো অবস্থায় পাওয়া গেছে।‘

তিনি জানান, ফায়ার সার্ভিস, শ্রীপুর থানা পুলিশ এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমাদের পক্ষ থেকে স্থানীয় থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করবো।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মাওনা জোনাল) অফিসের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) আহমদ শাহ আল জাবের বলেন, ‘সকাল ৯টার দিকে হঠাৎ আমাদের দক্ষিণ পাশের লাইন বন্ধ হয়ে যায়। পরে খবর নিয়ে জানতে পারি, কেওয়া পূর্ব খণ্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২-এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের বিদ্যুৎ কর্মীরা রয়েছেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত জেরে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।