X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০৮ মে ২০২৫, ২০:০৭আপডেট : ০৮ মে ২০২৫, ২০:০৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক মো. নূর ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ মে) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম কর্ণকাঠি এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া খালের কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নূর ইসলামের গ্রামের বাড়ি রাজশাহীতে। তিনি চাকরির সুবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণকাঠী এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে বিকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মৃত্যু হয়েছে।

পরিবার ও পুলিশের বরাত দিয়ে একই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা ‍আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাকরির পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম কর্ণকাঠি এলাকায় জমিতে চাষাবাদ করেন নূর ইসলাম। ওই জমিতে সেচ দিতে কর্ণকাঠি খালের পাশে পানির পাম্প বসান। বেলা ২টার দিকে পাম্পে সংযোগ দিতে বিদ্যুতের প্লাগ লাগাতে যান। এ সময় তার হাতে পানি থাকায় বিদ্যুতায়িত হয়ে খালের কচুরিপানার ভেতরে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে বন্দর থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় হাতে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। তবে তার পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করাতে চাচ্ছে না। ‍বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে উল্লেখ করে তার স্ত্রী বন্দর থানায় ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দিতে আবেদন করেছেন। সেখান থেকে ছাড়পত্র পেলে রাজশাহীতে লাশ পাঠানো হবে। তাকে গ্রামের বাড়িতে দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।’

লাশটি ‍উদ্ধার করেছেন ‍বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল। তিনি বলেন, ‘কর্ণকাঠি খালের পাশে নিজস্ব কৃষিজমি রয়েছে নূর ইসলামের। সেখানে কৃষিকাজ করতেন। ওই জমিতে পানি দিতে পাম্পের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়। লাশ উদ্ধার করে বিকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘লাশ দেখে মনে হয়েছে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে নূর ইসলামের। কারণ হাতে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দিতে আবেদন করেছেন তার স্ত্রী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
মুক্তিপণ দিয়ে মিললো শিশুর মরদেহ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত
সর্বশেষ খবর
এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ সদর দফতর পরিদর্শন
এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ সদর দফতর পরিদর্শন
‘একটি দল ৫ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে চায়’
‘একটি দল ৫ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে চায়’
সিরিয়ার সুইদায় ইসরায়েলের হামলা, দ্রুজদের রক্ষার অঙ্গীকার নেতানিয়াহুর
সিরিয়ার সুইদায় ইসরায়েলের হামলা, দ্রুজদের রক্ষার অঙ্গীকার নেতানিয়াহুর
ভুটানকেও হারালো বাংলাদেশের মেয়েরা
ভুটানকেও হারালো বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি
জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি