নবজাতক চুরি: স্ত্রীর ১০ বছর, স্বামীর ৫ বছরের কারাদণ্ড

রাজশাহীতে নবজাতক চুরির দায়ে নিঃসন্তান দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার প্রধান আসামিকে ১০ বছরের এবং অপর আসামি তার স্বামীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া উভয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৫ এপ্রিল) দুপুরে রাজশাহী মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) বিচারক মো. আয়েজ উদ্দিন এই রায় দেন।

মামলার আসামিরা হলেন– মৌসুমি বেগম (২৬) এবং তার স্বামী সজীব আহমেদ (২৯)।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী শ্রী মাসুম রবি দাসের (৩১) স্ত্রী শিল্পী রানী ২০২০ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সন্তান প্রসব করেন। এরপর রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামলার প্রধান আসামি মৌসুমি বেগম (২৬) সুকৌশলে মেয়ে নবজাতককে চুরি করেন। এরপর শ্রী মাসুম রবি দাস (৩১) বাদী হয়ে রাজপাড়া থানায় মানবপাচার আইনে মামলা করেন।

এ বিষয়ে রাজশাহী মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, মামলার যাবতীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে বিচারক এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।