X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
রাজশাহীতে আইইডিসিআরের প্রতিনিধি দল

‘দুই বোনের মৃত্যুর কারণ জানতে চাই আমরা, প্রয়োজনে সবকিছু করবো’

রাজশাহী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৮

রাজশাহীতে মারা যাওয়া দুই বোন মুফতাউল মাসিয়া (৫) ও মুনতাহা মারিশা (২) কোন ভাইরাসে আক্রান্ত ছিল, তা এখনও শনাক্ত করা যায়নি। দুই শিশু কোনও ভাইরাস অথবা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছিল কিনা, তা জানার চেষ্টা করছেন ঢাকা থেকে আসা চিকিৎসক দলের প্রতিনিধিরা। পাশাপাশি শিশু দুটির মা-বাবার সুস্থ হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে আসা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার পর দুপুরে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এর আগে দুই শিশুর মৃত্যু ও বাবা-মায়ের অসুস্থতার কারণ জানতে রবিবার রাতে আইইডিসিআরের তিন সদস্যের প্রতিনিধি দল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘চিকিৎসক মাইনুল হাসানের নেতৃত্বে আইইডিসিআরের তিন সদস্যের প্রতিনিধি দল সকালে হাসপাতালে এসে মারা যাওয়া দুই শিশুর বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন। তারা বিভিন্ন রকম নমুনা ও হিস্ট্রি সংগ্রহ করেছেন। দুপুরের দিকে শিশু দুটির বাবা-মা সুস্থতা অনুভব করায় তাদের ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়।’

হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘দুই শিশুর বাবা-মায়ের রবিবার জ্বর ছিল। সোমবার সকাল থেকে জ্বর ছিল না। এখন পর্যন্ত যেহেতু কোনও ভাইরাস শনাক্ত করা যায়নি, সেহেতু তাদের নিজ বাড়িতে পাঠিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

মারা যাওয়া শিশুদের বাবার নাম মঞ্জুর হোসেন (৩৫) ও মায়ের নাম পলি খাতুন (৩০)। তাদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে। মঞ্জুর হোসেন রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের শিক্ষক। পরিবার নিয়ে ক্যাডেট কলেজ কোয়ার্টারে থাকেন। 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই দম্পতির পাশে ছিলেন তাদের স্বজন রইস উদ্দিন। তিনি বলেন, ‘প্রতিনিধি দলের সদস্যরা শিশু দুটির মা-বাবার সঙ্গে কথা বলেছেন। তারা খুঁটিনাটি সবকিছু জানতে চেয়েছেন। কখন, কীভাবে, কী হয়েছিল। গায়ে কী রকম দাগ দেখা গেছে। দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতাল থেকে বেরিয়ে রাজশাহী ক্যাডেট কলেজ কোয়ার্টারে যান এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, তিন সদস্যের প্রতিনিধি দল শিশু দুটির মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন। মৃত দুই শিশু ও বাবা-মায়ের নমুনা সংগ্রহ করেছেন। প্রতিনিধি দলে আছেন আইইডিসিআরের মেডিক্যাল অফিসার ক্য থোয়াই প্রু প্রিন্স, মো. মাইনুল হাসান ও সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট মোহাম্মদ আলী জিন্নাহ।

আইইডিসিআরের মেডিক্যাল অফিসার ক্য থোয়াই প্রু প্রিন্স বলেন, ‘আমরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছি। এখনও তাদের মৃত্যুর কারণ জানানোর মতো কোনও তথ্য পাইনি। কারণ জানার চেষ্টা করছি। তদন্ত শেষে বিস্তারিত জানাবো।’

মুনতাহা মারিশা ও মুফতাউল মাসিয়া

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘আমাদের ল্যাবের পরীক্ষায় তাদের মৃত্যুর কারণ কিংবা কোনও ভাইরাস শনাক্ত হয়নি। কারণ অনুসন্ধানে আইইডিসিআরের প্রতিনিধি দল এসেছে। তারা সরেজমিন সবকিছু তদন্ত করছেন। মৃত্যুর সঠিক কারণ বের না করা পর্যন্ত নমুনার আরও পরীক্ষা-নিরীক্ষা চলবে। ঢাকায় পাঠানো আগের নমুনা পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। দুই শিশুর পাকস্থলীর খাবারের নমুনা হাসপাতালে সংরক্ষণ করে রাখা আছে। প্রয়োজনে সেগুলো ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হবে। আমরা দুই শিশুর মৃত্যুর কারণ জানতে চাই। এ জন্য যা যা করা প্রয়োজন, তার সবকিছুই করবো আমরা।’

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে গাছতলা থেকে বরই কুড়িয়ে এনে দুই শিশুকে খেতে দিয়েছিলেন তাদের বাসার পরিচারিকা। বরই খাওয়ার পর ছোট মেয়ে মারিশার জ্বর আসে। বিকালে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসে মারা যায় সে। মৃত্যুর পর তার মা-বাবা লক্ষ করেন, মারিশার গায়ে কালো ছোপ ছোপ দাগ উঠেছে। ওই দিন রাতেই তাকে দাফন করা হয়। এরপর শুক্রবার বড় মেয়ে মাসিয়ার একই লক্ষণসহ জ্বর আসে। সে-ও ছোট বোনের মতো বমি করছিল আর ঘন ঘন পানি খাচ্ছিল। লক্ষণ বুঝতে পেরে মা-বাবা দেরি করেননি। রাজশাহীর সিএমএইচে ভর্তি করেন। ওই দিনই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন শনিবার বিকালে একইভাবে সে-ও মারা যায়। শনিবার জ্বর আসে তাদের বাবা-মায়ের।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘দুই শিশু বরই খেয়েছিল। আমি তাদের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বরইগুলো ধুয়ে দেওয়া হয়েছিল কিনা। তাদের বাবা বলেছেন, গৃহপরিচারিকা গাছতলা থেকে কুড়িয়ে এনে দিয়েছিল, ধোয়া হয়নি। এরপর অসুস্থ হয়।’

আরও পড়ুন: দুই শিশুর মৃত্যুকে ঘিরে ‘অজানা ভাইরাস’ আতঙ্ক

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু