সুন্দরবনের হরিণের ১২০ কেজি মাংসসহ এক ব্যক্তি আটক

খুলনা জেলার কয়রা থানাধীন পূর্ব ঘড়িলাল এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১২০ কেজি সুন্দরবনের হরিণের মাংসসহ শাহ আলম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আব্দুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৭ এপ্রিল ভোর ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক খুলনা জেলার কয়রা থানাধীন পূর্ব ঘড়িলাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২০ কেজি হরিণের মাংস, একটি ভ্যানগাড়ি এবং পাচারকারী শাহ আলমকে আটক করা হয়। তার বাবার নাম আজিজ মোল্লা। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাদনীমুখার পাইস্যামারীর নিবাসী।’

তিনি আরও বলেন, ‘জব্দ হরিণের মাংস, ভ্যানগাড়ি ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আন্দারমানিক ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।’