ক্লোজড হলেও থানায় বসেই কাজ করছেন ওসি জাকির

ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়াসহ বিভিন্ন অভিযোগে রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনকে প্রত্যাহার করা (ক্লোজড) হলেও চার দিনেও বাস্তবায়িত হয়নি। উল্টো থানায় অবস্থান করে ব্যাক ডেড দিয়ে বিভিন্ন কাগজপত্র স্বাক্ষরসহ ওসির দায়িত্ব পালন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

জানা যায়, পীরগঞ্জ থানার ওসি হিসেবে জাকির হোসেনের বিরুদ্ধে যোগদানের পর থেকে নদী, খাল-বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিভিন্ন স্থানে জুয়া পরিচালনায় সহযোগিতা, মাদক ব্যবসায়ীদের কাছে মোটা অংকের মাসোহারা নেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এ ছাড়া বিগত সময়ে এলাকাবাসী গ্রেফতার বাণিজ্য, থানায় ধরে এনে টাকা নিয়ে ছেড়ে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ লিখিতভাবে পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়েছে। সম্প্রতি জাকির হোসেন এক বালু ব্যবসায়ীর কাছে ঘুষ হিসেবে মোটা অংকের টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। 

ভাইরাল হওয়া ভিডিওটি প্রাথমিক তদন্ত করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। ২৪ এপ্রিল দুপুরে পুলিশ সুপারের নির্দেশে ওসি জাকিরকে প্রত্যাহার করা হয়। আদেশ নামার কপি ওই দিনই পাঠানো হয়। কিন্তু চার দিনেও বাস্তবায়িত হয়নি। 

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে আবারো পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওসি জাকির হোসেনকে পীরগজ্ঞ থানা থেকে রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করার লিখিত আদেশ দেওয়া হয়েছে। কেন তিনি এখনও দায়িত্ব হস্তান্তর করেনি পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’