জমি না পেয়ে বাবাকে কুপিয়ে জখমের অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমির ভাগ না পেয়ে বাবাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ছেলে ইয়াহিয়ার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আহত সিরাজুল ইসলামকে (৭২) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার রাত সাড় ৯টার দিকে উপজেলার মাঝহাট গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানায়, দীর্ঘদিন ধরে মেজো ছেলে ইয়াহিয়ার সঙ্গে সিরাজুলের জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছে। একই বিষয় নিয়ে বৃহস্পতিবার রাতে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ইয়াহিয়া।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোরশেদ কামাল বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। তাকে ভর্তি করা হয়েছে।’

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’