সাতক্ষীরায় আম পাড়া শুরু

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে গোবিন্দভোগ ও গোপালভোগসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ৯টার দিকে সদরের কুখরালী এলাকার একটি বাগান থেকে আম পেড়ে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইনুল ইসলাম মঈন। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপসহকারী কর্মকর্তা মো. আরাফাত হোসেনসহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।  

এর আগে ১২ মে থেকে আম পাড়ার দিন নির্ধারণ করে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর। আম পাকতে শুরু করায় এক সপ্তাহ এগিয়ে আনা হয়। এছাড়া ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুনে আম্রপালি জাতের আম সংগ্রহের নির্দেশনা অপরিবর্তিত রয়েছে। 

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন। এ বছর ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে ১৩ হাজার ১০০ জন চাষি আম চাষ করেছেন।