স্ত্রী হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জইমুদ্দিন জদ্দিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জুন) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। মামলার ২১ বছর পর রায় ঘোষণা করা হলো। 

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৯ আগস্ট জইমুদুদ্দিন জদ্দি তার স্ত্রী আনোয়ারা বেগমকে পারিবারিক কলহের জেরে হত্যা করে পুকুরে ফেলে দেয়৷ পরদিন ২০ আগস্ট সকালে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই আ. রহমান বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০২ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।