স্বজনকে রক্ত দিয়ে ফেরার সময় সড়কে গেলো প্রাণ

কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইয়ার হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ার হোসেন কুমিল্লার বাঙ্গরা বাজার থানার পাকদেওড়য়া গ্রামের নবাব মিয়ার ছেলে।

কসবা থানা, খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ‘ব্লাডব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন’ নামে একটি সংগঠনের কর্মীরা জানান, সড়ক নির্মাণকাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ইয়ারকে বহন করা সিএনজিচালিত অটোরিকশাটির ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন। তারা জানান, দুর্ঘটনায় নিহত ইয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে চিকিৎসাধীন এক স্বজনকে রক্ত দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি একজন নিয়মিত রক্তদাতা এবং ব্লাডব্যাংক অব আন্দিকুট ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, রাত পৌনে ৮টার দিকে খাড়েরা এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহত যুবকের কাছে ব্লাডব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন নামে একটি সংগঠনের আইডি কার্ড পাওয়া গেছে।