ভাবিকে হত্যার অভিযোগে দেবর গ্রেফতার

বগুড়ার কাহালুতে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ধাক্কা দিয়ে ভাবি আসমা বেগমকে (৪৫) হত্যার অভিযোগে দেবর আবদুল মকিমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান, রবিবার (১৮ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয়। 

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কালাই মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই নিহতের ভাই আবু সাঈদ কাহালু থানায় দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

পুলিশ ও স্বজনরা জানায়, উপজেলার কালাই ইউনিয়নের মাঝপাড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে মৃত তৈয়ব আলীর ছেলে আবদুল মকিম ও আবদুল হাকিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে শনিবার বিকালে আবদুল হাকিমের স্ত্রী আসমা বেগমের সঙ্গে দেবর আবদুল মকিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মকিম ক্ষিপ্ত হয়ে ভাবি আসমা বেগমকে ধাক্কা দেন।

এতে আসমা মাটিতে পড়ে মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ আসমা বেগমের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি মাহমুদ হাসান বলেন, ‘নিহত গৃহবধূ আসমা বেগমের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। রাতেই নিহতের ভাই দেবর মকিম ও ছেলে রাকিব হোসেনের (১৯) বিরুদ্ধে হত্যা মামলা করেন। রবিবার সকালে এলাকা থেকে মকিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। আসামি রাকিবকে গ্রেফতারে অভিযান চলছে।’