রুমা-থানচিতে ভ্রম‌ণ নিষেধাজ্ঞা প্রত‌্যাহা‌র

বান্দরবা‌নের রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। শুক্রবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সই করা এক গণ‌বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসনের কাছ থে‌কে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ ক‌রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

বান্দরবানশুক্রবার থেকে ওই দুই উপ‌জেলায় নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহা‌র করা হয়েছে। ফ‌লে রোয়াংছড়ি ছাড়া বান্দরবানের সব উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে আর কোনও বাধা থাকলো না।

উল্লেখ‌্য, গত বছ‌রের ১৭ অক্টোবর রা‌ত থে‌কে পাহা‌ড়ের কু‌কি‌চিন ন‌্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আস্তানায় জ‌ঙ্গিবি‌রোধী যৌথবা‌হিনীর অভিযা‌নের কার‌ণে এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়।