X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ০৯:৫১আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:৫১

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। হাওরের ওয়াচ-টাওয়ার ও এর আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (২২ জুন) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম।

এতে বলা হয়, পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশের ক্ষয়ক্ষতি ঠেকাতে হাওরের ওয়াচ-টাওয়ার ও পার্শ্ববর্তী এলাকায় পর্যটক পরিবহনকারী হাউসবোটের চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি হাওরের পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনও কার্যক্রম থেকেও বিরত থাকতে হবে সবাইকে।

জেলার অন্য পর্যটন এলাকায় ভ্রমণের সময়ও জেলা প্রশাসনের নির্ধারিত নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, টাঙ্গুয়ার হাওর একটি পরিবেশগত সংকটাপন্ন অঞ্চল। এই এলাকায় পর্যটন অবশ্যই নিয়ন্ত্রিত হওয়া দরকার। গত ২০ বছরে হাওরের প্রায় ৭০ ভাগ জীববৈচিত্র্য হারিয়ে গেছে। যদিও এ বিষয়ে কোনও গবেষণা হয়নি। আমরা চাই, সরকার এ বিষয়ে নির্ভরযোগ্য গবেষণা করুক এবং হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নিক।

জেলা প্রশাসক (রুটিন) মোহাম্মদ রেজাউল করিম বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা জেলা প্রশাসনের জারি করা নির্দেশ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
বান্দরবানে ঘুরতে গিয়ে ঝরনার পানিতে ভেসে গেছেন আরেক পর্যটক
টাঙ্গুয়ারকে বাঁচাতে ৬ দাবি হাওরবাসীর
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
সর্বশেষ খবর
খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ’ বাতিলের দাবিতে মানববন্ধন
‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ’ বাতিলের দাবিতে মানববন্ধন
সম্পর্ক জটিলতার গল্পে শামীম-সামান্তা জুটি
সম্পর্ক জটিলতার গল্পে শামীম-সামান্তা জুটি
রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার