গত কয়েকদিনে পদ্মা-যমুনায় পানি বাড়ার ফলে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। এ জন্য আগের চেয়ে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। তবে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট প্রান্তে কোনও যানবাহনের সিরিয়াল নেই। সব যানবাহন ঘাটে আসামাত্রই সরাসরি ফেরিতে উঠতে পারছে।
গাজীপুর থেকে আসা রডবোঝাই ট্রাকের চালক হাসেম আলি বলেন, ‘পাটুরিয়া ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠতে পেরেছি। তবে নদীতে পানি বাড়ার ফলে ফেরিতে নদী পার হতে আগের চেয়ে দ্বিগুণ সময় লেগেছে। ঘাটে এসে কোনও ভোগান্তিতে পড়িনি। তবে ফেরিগুলোকে অনেকদূর ঘুরে আসতে হচ্ছে।’
চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা বাসের ঢাকাগামী যাত্রী ওমর সজীব বলেন, ‘ঘাটে এসে ফেরি পেতে অপেক্ষা করতে হয়নি। সরাসরি ফেরিতে উঠতে পেরেছি। তবে নদীতে দেখছি অনেক স্রোত, ভয় লাগছে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ১৮টি মধ্যে বর্তমানে ছোট-বড় ১২টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে। এর মধ্যে ৫টি রো রো, ৫টি ইউটিলিটি ও ২টি কে-টাইপ ফেরি চলাচল করছে।
তিনি আরও জানান, পদ্মায় পানি বাড়ায় আগের চেয়ে বর্তমানে নদী পার হতে ফেরিগুলোর বেশি সময় লাগছে। পাটুরিয়া থেকে একটি ফেরির দৌলতদিয়া যেতে কমপক্ষে একঘণ্টা সময় লাগছে। আমাদের দৌলতদিয়া প্রান্তে চারটি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করছে। ফেরি পেতে কোনও যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে না। সরাসরি টিকেট কেটে ফেরিতে উঠতে পারছে।