ট্রেন থেকে পড়ে কিশোর হকারের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে পড়ে আল আমিন (১২) নামে এক কিশোর হকারের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হকার আল আমিন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা মাঝগ্রামের বাসিন্দা। বাড়িতে সৎমায়ের নির্যাতন থেকে বাঁচতে সে ট্রেনে ফেরি করে চকলেট, চিপস ও অন্যান্য জিনিস বিক্রি করে আসছে। রাতে যেখানে সুযোগ পায় সেখানেই ঘুমায়। সোমবার সকালে কুড়িগ্রাম ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট বা আক্কেলপুর স্টেশন থেকে ওঠে। বেলা ১১টার দিকে ট্রেনটি বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেল স্টেশন এলাকায় পৌঁছে। এ সময় সে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হতে সোমবার বিকালে সাদুল্যাপুর থানায় মেসেজ পাঠানো হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।