সকালে বাজারে মিললো নৈশপ্রহরীর গলাকাটা লাশ

দিনাজপুরের বিরলে কৃঞ্চকান্ত রায় জোনাকু (৬৫) নামে এক নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকালে উপজেলার আজিমপুর ইউনিয়নের ভদ্রকালী বাজার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানায়, রাত সাড়ে তিনটার দিকে বাজারের দুই নৈশপ্রহরী এক সঙ্গে গল্প করার পর আরেকজন নৈশপ্রহরী অন্যত্র চলে যান। সকালে স্থানীয় এক দোকানদার দোকান খুলতে গেলে কৃঞ্চকান্তকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

স্থানীয় বাসিন্দা দুলাল চন্দ্র রায় বলেন, ‘গত তিন বছর ধরে কৃঞ্চকান্ত এখানে নৈশপ্রহরীর কাজ করছেন। তার সঙ্গে কারও বিবাদ ছিল না। এ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

জামাতা অকিল চন্দ্র রায় বলেন, ‘সকালে আমার ছেলের কাছ থেকে বিষয়টি জানতে পারি। পরে বাজারে গিয়ে আমার শ্বশুরের রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পাই। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চাই।’

বিষয়টি নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, ‘মরদেহের প্রাথমিক সুরতহাল প্রস্তুত করে আমরা নিশ্চিত হই যে এটা হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’