হিলি দিয়ে এলো আরও ৮৮ হাজার কেজি কাঁচা মরিচ

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। রবিবার একদিনেই বন্দর দিয়ে ৮৮ হাজার ৮শ’ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের ক্রেতা মোস্তফা হোসেন বলেন, ‘বাজারে দেশি কাঁচা মরিচ উঠতে শুরু করেছে। পাশাপাশি আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দরে প্রতিদিনই মরিচের দাম কমছে। শনিবার ৯৫ টাকা কেজি দরে কিনেছিলাম। রবিবার ৮৫ থেকে ৯০ টাকায় কিনেছি।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘বন্দর দিয়ে গত কয়েকদিন ধরেই নিয়মিতভাবে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘রবিবার একদিনেই বন্দর দিয়ে ১২টি ট্রাকে ৮৮ হাজার ৮শ’ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। শনিবার আমদানি হয়েছিল ১১টি ট্রাকে ৮১ হাজার ৭৩২ কেজি।’

প্রসঙ্গত, দেশে কাঁচা মরিচের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে গত ২৫ জুন পণ্যটি আমদানির অনুমতি দেয় সরকার। দীর্ঘ ১০ মাস বন্ধের পর ২৬ জুন ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়।