খাদেম হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের হেফজখানার খাদেম ছৈরুদ্দিন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সাহেবনগর দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইমাদুল হক (৫৮) ও শুকুর আলীর ছেলে খোকন আলী (৪৩)। 

মামলার বিবরণে জানা যায়, উপজেলার সাহেবনগর গ্রামের সাহেবনগর কবরস্থান সংলগ্ন হেফজখানা কমিটির খাদেম ছিলেন ছৈরুদ্দিন। ২০২০ সালের ২ সেপ্টেম্বর সকালে হেফজখানায় দান করা তিনটি ছাগলের জন্য কাঁঠালের পাতা আনতে বের হন তিনি। এ সময় ইমাদুল হক ও খোকন আলী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর ছৈরুদ্দিনের ছেলে আখের আলী বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন।  

মামলাটি প্রথমে তদন্ত করেন গাংনী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম। পরে মামলাটি কুষ্টিয়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই শরিফুল ইসলাম তদন্ত শেষে ২০২১ সালের ৪ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন। আজ ওই মামলার রায় ঘোষণা করেন আদালত।