খাগড়াছড়িতে পানিবন্দি পাঁচ শতাধিক পরিবার

খাগড়াছড়িতে টানা বর্ষণে পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে বহু মানুষ।

মঙ্গলবার সরেজমিন দেখা যায়, মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার মেরুং ইউনিয়নের ১০টি গ্রামে পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার। বন্ধ রয়েছে রাঙামাটির লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ।

সদরের চেঙ্গী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। খাগড়াছড়ি পৌরসভার মুসলিমপাড়া, মেহেদীবাগ, খবংপুড়িয়াসহ কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

অন্যদিকে, টানা বৃষ্টির কারণে অনেক স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, জেলার নয় উপজেলায় ১শ’ ৩৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে অনেক মানুষ এসেছে।  প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হয়েছে।

খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ আলম জানান, রান্না করা ও শুকনো খাবার বিতরণের প্রস্তুতি চলছে। পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকর্মীরা প্রস্তুত রয়েছেন।