যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জে প্লাবিত হচ্ছে নিচু এলাকা

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার মাত্র ১৬ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দু্ই-একদিনের মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে, যমুনার পানি বাড়ায় জেলার অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চল, নিচু এলাকার ফসলি জমি ও বাড়িঘর।

সিরাজগঞ্জ পাউবো উপ-বিভাগীয় প্রকৌশলী রণজিত কুমার সরকার জানান, বুধবার (১৬ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৪ মিটার। গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৬ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (এই পয়েন্টে বিপদসীমা ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪৬ মিটার। ২৪ ঘণ্টায় ১০ সেন্টি মিটার বেড়ে বিপদসীমার ৩৪ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।

রণজিত কুমার সরকার বলেন, ‘যমুনার পানি আরও দুই-তিন দিন বাড়বে। এর মধ্যে বিপদসীমাও অতিক্রম করতে পারে। তবে এ দফায় বড় বন্যার হওয়ার কোনও আশঙ্কা নেই।’