বিএনপি-পুলিশ সংঘর্ষে ৮১৪ জনকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বিএনপির ১১৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকালে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক ফিরোজ আহমেদ বাদী হয়ে থানায় মামলাটি করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জামপুর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম (৬২) ও বিএনপি কর্মী সুরুজ মিয়া (৫৫)। বাকি নেতাকর্মীদের নাম পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় ১১৪ জনের নাম উল্লেখ করে ৬০০-৭০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিএনপির নেতাকর্মী।

এর আগে গত শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ ছাড়া রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন বলে বিএনপি দাবি করছেন।