তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না: ফয়জুল করীম

নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘জাতীয় বা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনও নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না। রাতে ভোট করা চলবে না।’

সোমবার (২১ আগস্ট) বিকালে বাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় স্বপ্নতরী কনভেনশন হলরুমে আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন,  ‘জোর করে ভোট নিয়ে ক্ষমতায় বসা এ দেশের মানুষ আর দেখতে চায় না। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘এস আলম গ্রুপ ৮টি ব্যাংক থেকে ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। অথচ এ দেশে কৃষক-শ্রমিকেরা মাত্র ৩০-৪০ হাজার, ২৫ হাজার টাকার জন্য ঋণ খেলাপি হয়ে জেলখানায় ধুঁকে ধুঁকে মরছে।

‘আজকের রাঘববোয়ালরা সরকারি ছত্রচ্ছয়ায় হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশের পাচার করেছে। কেউ কোনও প্রতিবাদ করেনি।’

ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক গাজী নিয়ামুল করীম, জামিয়া দারুল আরকামের নায়েবে মুহতামিম মাওলানা আলী আযম কাসেমী, জামিয়া ছানী ইউনুছিয়ার শায়খুল হাদীস মাওলানা শরীফ উদ্দীন, জামিয়া সিরাজীয়ার মুহাদ্দিস মাওলানা হারুনুর রশিদ দারমা।