ধর্ষণচেষ্টা মামলায় ২ আসামির ২৪ বছরের কারাদণ্ড

নাটোরের লালপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলার রায়ে দুই আসামিকে দুটি ধারায় ২৪ বছর করে কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম ওই রায় ঘোষণা করেন।

আসামিরা হলো– নাটোরের লালপুর উপজেলার রহমান ও হাসমত।

রায়ে আদালত ঘোষণা করেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাত ধারায় আসামিদের ১৪ বছর করে জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করা হলো। একই আইনের ৯(৪)(খ) ধারায় উভয়কে ১০ বছর করে জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করা হলো। জরিমানার টাকা ভুক্তভোগী পাবেন। একটি সাজা শেষ হলে আরেকটি চলবে।

নাটোর নারী ও শিশু আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান মামলা সূত্রে জানান, ২০০৭ সালের ১৬ নভেম্বর ভিকটিম বাড়ির পাশে মাঠে ছাগল রেখে ফেরার সময় আসামি রহমান ও হাসমত মুখ চেপে পাশের আখ ক্ষেতের নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক সময় চিৎকারে লোকজন ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়। ওই ঘটনায়  ভিকটিম বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ প্রায় ১৫ বছর শুনানি  শেষে বৃহস্পতিবার আসামিদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত।