এক্সপ্রেসওয়ের পাশে থেমে থাকা মোটরসাইকেলে বাসচাপা: নিহত ১, আহত ৪

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরে ঢাকাগামী বাসের চাপায় আকাশ আলী (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও চার মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। এ ছাড়াও বাসের ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের  মুন্সীরবাজার সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে পাঁচটি মোটরসাইকেলে দশ যুবক ঢাকা যাচ্ছিলেন। পথে মুন্সীরবাজার এলাকার এক্সপ্রেসওয়ের পাশে মোটরসাইকেল রেখে বিশ্রাম নিচ্ছিলেন তাদের মধ্যে কয়েকজন। কেউ পাশের বাজারে চা খেতে গিয়েছিলেন। এ সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্বাধীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মোটরসাইকেলগুলোকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীদের আর চার জন। এ সময় বাসের কমপক্ষে ১০-১২ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাসের যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ‘দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং বাসটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে তারা।’

প্রত্যক্ষদর্শী আহাদ মুন্সী নামে এক যুবক বলেন, ‘বাসটি সড়কের পাশে এসে মোটরসাইকেলগুলোর ওপর উঠে যায়। এরপর সড়কের পাশের গাছপালার মধ্যে ঢুকে পড়ে। আমরা দৌড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনকে মৃত অবস্থায় দেখি। আর তিন-চার জন গুরুতর আহত হয়েছেন। তাদের কাছের হাসপাতালে পাঠানো হয়।’

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে আসি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলো এবং বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’