পুলিশ সদস্যদের বহন করে ফেরার পথে ইজিবাইক চালককে হত্যা

বরিশালের বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া এলাকায় আব্দুস সালাম ব্যাপারী (৬০) নামে ইজিবাইক চালককে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। সোমবার দুপুরে নিহতের লাশ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সালাম উপজেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামের মৃত আব্দুল কাদের ব্যাপারীর ছেলে। আটককৃতরা হচ্ছে– চৌয়ারীপাড়ার বাসিন্দা আব্দুর রব, ইমরান ও আল-আমিন।

প্রত্যক্ষদর্শী সুমি ও গনি জানান, রবিবার রাত ৩টার দিকে সালাম ব্যাপারী ইজিবাইক চালিয়ে আসার কিছুক্ষণ আগে গ্রামবাসী একদল চোরকে ধাওয়া করে। এ সময় চোররা সঙ্গে থাকা ভ্যান ফেলে পালিয়ে যায়। এরপর গ্রামবাসী সেখানে লাঠি নিয়ে অপেক্ষা করছিল। এ সময় সালাম ব্যাপারী ইজিবাইক চালিয়ে ওই স্থান অতিক্রম করছিলেন। গাছ ফেলে তার গতিরোধ করা হয়। কিন্তু তিনি সবার হাতে লাঠিসোঁটা দেখে দ্রুত ওই স্থান ত্যাগ করার চেষ্টা চালান। গ্রামবাসী সালামের গাড়ির সামনে গ্লাসে লাঠি দিয়ে আঘাত করে।

তারা আরও জানান, সেই আঘাত সালামের বুকে গিয়ে লাগে। তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর এলাকাবাসী তাকে লাঠি দিয়ে পেটায় এবং কিলঘুষি মারতে থাকে। সালাম বারবার বলছিলেন, তিনি পুলিশের ডিউটি শেষ করে বাড়ি যাচ্ছেন, তিনি চোর না। কে তার কথা শোনেনি। এরপরও তার ওপর চলছিল অকথ্য নির্যাতন। পরে কেউ বানারীপাড়া থানায় ফোন করলে ৪টার দিকে পুলিশ এসে সালামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, ‘রবিবার রাতে নিহত সালামকে নিয়ে পুলিশ ডিউটি করে। ডিউটি শেষ হলে গভীর রাতে বাড়ি ফিরছিলেন সালাম। এ সময় চোর সন্দেহে গণিপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করবেন। এ ঘটনায় আরও যারা জড়িত তাদের তথ্য সংগ্রহ এবং আটকে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল মর্গে পাঠানো হয়েছে।