জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্রের পানি বাড়ছে, ‍ডুবেছে নিচু এলাকা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নিচু এলাকা ডুবে গেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামালপুরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘যমুনার পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা পানি বৃদ্ধি পাবে, তারপর হয়তো কমতে শুরু করবে।’

এলাকাবাসী জানায়, ইতোমধ্যেই জেলার  ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে কৃষকের নতুন তরিতরকারি, শাক-সবজি, বীজতলা, সদ্য রোপিত রোপা আমন ধান পানিতে তলিয়ে  গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।