স্যালাইন থাকার পরেও বিক্রি না করায় ফার্মেসিকে জরিমানা

স্যালাইন থাকার পরেও বিক্রি না করাসহ বিভিন্ন অভিযোগে চুয়াডাঙ্গায় দুই ফার্মেসিমালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান চালায়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জেলা শহরের হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, ‘মেসার্স আমিন ফার্মেসি’ নামে প্রতিষ্ঠানে স্যালাইন থাকার পরেও বিক্রি করা হচ্ছিল না। এ ছাড়া প্রচুর মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় এবং একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ সব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রওশন আমিন রতনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অপর একটি প্রতিষ্ঠান ‘মেসার্স লাইফ কেয়ার ফার্মেসি’তে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এসএম জাহিদুল ইসলামকে ৩৭ ও ৫১ ধারায় বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।