নাটোরে হত্যা মামলায় ৫ আসামি গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার মালঞ্চি বাজারের বাদাম বিক্রেতা তপন চন্দ্র চৌধুরীকে (৩৫) হত্যা করে মরদেহ ফেলে রাখার ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাব-৫। রবিবার দুপুরে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো– একই উপজেলার বাড়ইপাড়া এলাকার বয়েজ উদ্দিন সরকারের ছেলে মাইনুল ইসলাম (৪৫), কৃষ্ণপুর এলাকার আব্দুল আজিজের ছেলে শরিফুল (৩৫), বারইপাড়ার আলম মোল্লার ছেলে মিলন মোল্লা ওরফে মিলন আহমেদ (২৫), বেহারকোল এলাকার বাবুল শেখের ছেলে শাহাবুল শেখ (৩০) এবং বারইপাড়ার আমিরুল ইসলামের ছেলে আলামিন ইসলাম (২০)।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার জানান, শত্রুতার জেরে ওই বাদাম বিক্রেতাকে গত ২১ সেপ্টেম্বর রাতে ডেকে হত্যা করে আসামিরা। মরদেহ ফেলে রেখে যায় একই উপজেলার মহিলা কলেজের পাশের এক আখক্ষেতে। ২২ সেপ্টেম্বর ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করলে মাঠে নামেন র‌্যাব সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত রাতে নওগাঁ জেলার আত্রাই উপজেলাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।