বেনাপোল দিয়ে তিন দিনে ভারতে গেলো ১ লাখ ৭৪ হাজার কেজি ইলিশ

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন দিনে ১৭৩ মেট্রিক টন ৭০০ কেজি ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে।

এ বছর দুর্গাপূজায় তিন হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার ৭৭ মেট্রিক টন ১০০ কেজি, শনিবার ৪০ মেট্রিক টন ১০০ কেজি এবং সোমবার ৫৬ মেট্রিক টন ৫০০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে।

ভারতীয় ইলিশ আমদানিকারকরা বলেন, ‘দুই দেশের সুসর্ম্পকের কারণে এবারও পূজার আগে বাংলাদেশি ইলিশ পেয়েছি। এতে আমরা অনেক খুশি। পূজায় অতিথিদের আপ্যায়ন করতে পারবো।’

ট্রাকে করে ভারতে রফতানি করা হচ্ছে ইলিশ বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার থেকে সরকারের বিশেষ অনুমতির ইলিশ রফতানি শুরু হয়েছে। গত তিন দিনে (বৃহস্পতিবার, শনিবার ও সোমবার) এই বন্দর দিয়ে ১৭৩ মেট্রিক টন ৭০০ কেজি ইলিশ ভারতে গেছে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রফতানি শেষ করবে দেশের ৭৯টি রফতানিকারক প্রতিষ্ঠান।

এদিকে, ইলিশ রফতানিতে সংকটের দোহাই দিয়ে এক সপ্তাহের ব্যবধানে যশোরের বাজারে কেজিতে ইলিশের দাম বেড়েছে ৪০০-৫০০ টাকা। এ জন্য ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বেনাপোল বাজারে ক্রেতা মশিয়ার রহমান জানান, বাজারে এসে দেখেন ইলিশের দাম দ্বিগুণ বেড়েছে। এতে আর ইলিশ কেনা হয়নি তার।

ওই বাজারের ইলিশ বিক্রেতা শহিদ জানান, বেশি দামে ইলিশ কেনায় বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।