কুয়াকাটার হোটেল-মোটেলে ৫০ শতাংশ ছাড়

২৭ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ব পর্যটন দিবস। এ দিবসকে ঘিরে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হোটেল-মোটেল মালিকপক্ষ। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ ছাড়ের সুবিধা পাবেন ভ্রমণপিপাসুরা। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শরীফ এবং কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহ আলম হাওলাদার।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি এবং শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা তিন দিনের টানা ছুটি পাচ্ছেন। এ ছুটি উপভোগ করতে সৌন্দর্যলোভী ভ্রমণপিপাসুরা কুয়াকাটায় বেড়াতে আসার জন্য অগ্রিম হোটেল বুকিং করেছেন। এখানকার হোটেল-মোটেলের ৮০ শতাংশ কক্ষ ইতোমধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে। 

বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হোটেল-মোটেল মালিকপক্ষআবাসিক হোটেল সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস-এর এজিএম আল-আমিন খান উজ্জ্বল বলেন, ‘আমাদের হোটেলসহ প্রথম সারির হোটেলগুলোর শতভাগ কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। অন্যান্য হোটেলের ১৫-২০ শতাংশ কক্ষ খালি থাকলেও তা বুকিং হয়ে যাবে। 

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বলেন, ‘বিগত বছরগুলোতে বিশেষ বিশেষ দিনে আমরা পর্যটকদের জন্য বিভিন্ন অফার ঘোষণা করেছি। এ ছাড়া বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় পর্যটকদের উপস্থিতি কিছুটা কম। তাই পর্যটকদের আকৃষ্ট করতে আমরা এ ছাড়ের ঘোষণা দিয়েছি। আশা করছি, কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটবে।’

আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির তথ্যানুযায়ী, কুয়াকাটায় ছোট-বড় ১৭০টির মতো আবাসিক হোটেল আছে। এগুলোর ধারণক্ষমতা সর্বোচ্চ ২৫ হাজার। বছরের বিশেষ বিশেষ ছুটির দিনগুলোতে অসংখ্য পর্যটক আসেন। কোনও কোনও সময় ধারণক্ষমতার অনেক বেশি পর্যটক আসেন। তখন কমিউনিটি ট্যুরিজমের আওতায় আগত পর্যটকদের আশেপাশের বাসাবাড়িতে রাত্রিযাপন করতে হয়। কেউ কেউ গাড়ির ভেতরে রাত কাটান। কেউ কেউ সৈকতে ঘুরে ফিরে রাত পার করেন। কেউ কেউ আবার সারাদিন ভ্রমণ শেষে রাতে গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যান।’

কুয়াকাটা সমুদ্র সৈকতকুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শরীফ বলেন, ‘পর্যটন দিবস উপলক্ষে ঢাকায় বড় আয়োজন রয়েছে। তবে কুয়াকাটায় আমাদের হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। আমরা আশা করছি, বিগত বছরগুলোর তুলনায় এবার কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে। ইতোমধ্যে ২৭ সেপ্টেম্বর থেকে অনেক হোটেল-মোটেলের অধিকাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।’

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, ‘বিশ্ব পর্যটন দিবসে আগত পর্যটকদের জন্য আমরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। আশা করছি, পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ উপভোগ করতে পারবেন।’