সেপটিক ট্যাংকে নেমে মারা গেলেন ২ শ্রমিক

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার থানাপাড়া এলাকায় সেপটিক ট্যাংকের গ্যাসে দম বন্ধ হয়ে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। শনিবার সকালে ছাগলনাইয়া পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের থানাপাড়া এলাকায় কুয়েত প্রবাসী শহিদুলের নির্মাণাধীন ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকাল থেকে নিহতদের মোবাইলে কল দেন স্বজনরা। তারা ফোন না ধরলে ঠিকাদারকে জানানো হয়। সকালে ঠিকাদার তাদের খোঁজ করতে ঘটনাস্থলে গেলে মেঝেতে তাদের স্যান্ডেল দেখতে পান। তাৎক্ষণিক খোঁজাখুঁজির পর ট্যাংকির ভেতরে তাকাতেই তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন তিনি। ওই শ্রমিকরা বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকের ছাদের সেন্টারিং খুলতে ভেতরে প্রবেশ করেছিলেন। সেখানে জমে থাকা গ্যাসে দম বন্ধ হয়ে মারা যান তারা।

মৃতরা হলেন– বাগেরহাট জেলার কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস আকাশ (৩৫), খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন(২৫)।

ছাগলনাইয়া থানার ওসি স্বুদিপ রায় বলেন, ‘নতুন ট্যাংকির সেন্টারিং খোলার জন্য ওই শ্রমিকরা ভেতরে প্রবেশ করেন। এ সময় গ্যাসের বিষক্রিয়ায় দম বন্ধ হয়ে তারা মারা যান।’

ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের একটি টিম এসে সেপটিক ট্যাংকির ছাদ ভেঙে তাদের উদ্ধার করে মর্গে পাঠায়।

ছাগলনাইয়া পরশুরাম সার্কেল সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্লাহ জানান,  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।