রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে আবারও এলো বিদেশি জাহাজ

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজ এমভি লুনা রোসা মোংলা বন্দরে ভিড়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া ১১ নম্বর অ্যাংকোরেজে ভেড়ে জাহাজটি।

বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক মো. রিয়াজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৪ হাজার ২শ’ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার মোয়ারা পান্থাই বন্দর ছেড়ে আসে এমভি লুনা রোসা। এরপর লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি মঙ্গলবার দুপুর ২টায় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া ১১ নম্বর অ্যাংকোরেজে ভেড়ে। বিকাল থেকে জাহাজের কয়লা খালাসের কাজ শুরু হয়। কয়লা খালাসের সঙ্গে সঙ্গে তা লাইটারেজে করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এরপর সেই কয়লা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটির গুদামে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে এসেছিল এমভি বসুন্ধরা ইমপ্রেস।