ফেনীর স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফেনীর সোনাগাজীর জমাদার বাজারের স্বর্ণ ব্যবসায়ী অর্জুন ভাদুড়ী হত্যা মামলা প্রধান আসামি দুলাল চৌধুরীকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৭ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, পলাতক আসামি ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকায় অবস্থান করছিল। র‌্যাব-৭ ও র‌্যাব-১০ ঢাকা অভিযান চালিয়ে দুলাল চৌধুরীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, সহযোগীদের নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক ডাকাতিতে অংশ নেয়। তারা অর্জুন চন্দ্র ভাদুড়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে স্বর্ণালংকার লুট করে। দুলাল লুণ্ঠিত স্বর্ণালংকার অন্য আসামিদের কাছ থেকে কম দামে কিনে বিভিন্ন স্থানে বিক্রি করে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতার দুলাল চৌধুরী ২০২২ সালে ঢাকা জেলার অন্য একটি ডাকাতির মামলায় দেড় মাস কারাভোগ করেছে বলে স্বীকার করে।

প্রসঙ্গত,  অর্জুন চন্দ্র ভাদুড়ী (৫৭) ফেনীর সোনাগাজী এলাকায় স্বর্ণের ব্যবসা করতেন।  ২০২২ সালের ৩০ অক্টোবর দিনে-দুপুরে দুটি মোটরসাইকেলে করে আসা চার জন তার দোকানে ঢুকে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার লুট করে। অর্জুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। অর্জুন চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের জামাই বাদী হয়ে অজ্ঞাত ছয় জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।