কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসীরা এক যুবককে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। রবিবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকা থেকে সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে যায়।
অপহৃত যুবক টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার আব্দুল রহিমের ছেলে আবুল হাশেম (২২)।
এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মো. ইলিয়াস বলেন, ‘রবিবার রাত ১০টায় ৯নং ওয়ার্ড নোয়াখালীপাড়া এলাকার আবুল হাশেম নামে ওই যুবক প্রস্রাব করতে বাড়ি থেকে বের হয়। পরে বাড়ির লোকজন বের হয়ে দেখতে পান, একদল মুখোশধারী সন্ত্রাসী হাশেমকে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। পরদিন পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা।’
অপহৃত যুবকের বাবা আব্দুর রহিম বলেন, ‘গতকাল রাতে আমার ছেলেকে পাহাড়ের সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। আজ সন্ধ্যা ৭টার সময় একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলে আবুল হাশেমের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সে বলেছে এক লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে।’
টেকনাফ মডেল থানার কর্মকর্তা (ওসি) জুবাইর সৈয়দ বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’