মানিকগঞ্জে ধর্ষণের পর হত্যা: একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় রোকমান হোসেন টোনা (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে মনিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় ঘোষণা করেন।

রোকমান হোসেন টোনা মানিকগঞ্জের সিংগাইরের বড় কালিয়াকৈর এলাকার আমোদ আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম  নূরুল হুদা রুবেল বলেন, ‘২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে সিংগাইরের গোলাইডাঙ্গা বাস্তা গ্রামে সাজাপ্রাপ্ত আসামি রোকমান ঘরে ঢুকে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (৪৫) ধর্ষণের পর বটি দিয়ে গলা কেটে হত্যা করে চলে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ধাওয়া করে রোকমানকে আটক করে। তাকে পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা। ঘটনার পরের দিন ৬ ডিসেম্বর নিহতের ভাবি রোকমানকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন।’

তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার ইন্সপেক্টর আব্দুস সাত্তার রোকমান হোসেনে টোনাকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ দণ্ড ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. শাহিনুর ইসলাম।