পানির পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির পানির মোটরপাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাসান ওই এলাকার মাহফুজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মাহফুজ মিয়ার বাড়ির সিঁড়ির নিচে মোটরপাম্পটি বসানো ছিল। পাম্পটিতে বিদ্যুতের সংযোগ ছিল। সকালে হাসান খেলতে খেলতে পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিশুর লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।